Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমন্বয় পরিষদের কার্যক্রম

প্রকল্প সমন্বয় পরষিদ চাঁদপুর এর কার্যক্রম :

 

(১) মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরচিালনা;

(২) আয়-বর্ধক প্রকল্প-কর্মসূচি গ্রহণ ও পরিচালনা;

(৩) শিশু কল্যাণ ও উন্নয়ন;

(৪) প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন;

(৫) নারীকল্যাণ ও উন্নয়ন;

(৬) প্রবীণ কল্যাণ ও পুনর্বাসন;

(৭) আইনের সংস্পর্শে আসা শিশু এবং আইনের সংঘাতে জড়িত শিশুদের কল্যাণ ও উন্নয়ন;

(৮) যুবকল্যাণ ও উন্নয়ন;

(৯) কারামুক্ত কয়েদীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১০) ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১১) দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক রোগীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১২) ছাত্রকল্যাণ;

(১৩) পরিবারকল্যাণ;

(১৪) দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা;

(১৫) স্বাস্থ্য শিক্ষা/স্বাস্থ্যসেবা/স্বাস্থ্য গবেষণা;

(১৬) পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার, সামাজিক বনায়ন এবং বনায়ন;

(১৭) সামাজিক গবেষণা, সাংস্কৃতিক অনুশিক্ষা এবং মূল্যায়ণ;

(১৮) সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখিবার উদ্দেশ্যে চিত্তবিনোদনমূলক কর্মসূচি;

(১৯) নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করিবার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা;

(২০) মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন;

(২১) প্রান্তিক অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বা জনসমষ্টির কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(২২) পশু পালন/হাঁস-মুরগী পালন/মৎস চাষ/মৌ-চাষ/রেশম চাষ ইত্যাদি;

(২৩) সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের উন্নয়ন বা জনগণের যে কোন অংশের বা শ্রেণির কল্যাণ;

(২৪) কৃষি ও কৃষক উন্নয়ন;

(২৫) প্রাণি সম্পদ উন্নয়ন;

(২৬) পাঠাগার, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মকান্ডের সৃজন বা উন্নয়ন;

(২৭) স্থায়ীত্বশীল ভূমি ব্যবহার, ভূমি সংরক্ষণ ও ভূমি উন্নয়ন;

(২৮) সংবিধান এবং আইন স্বীকৃত অধিকারসমূহের সংরক্ষণ এবং উন্নয়ন;

(২৯) আইনগত শিক্ষা ও সহায়তা;

(৩০) গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচন পর্যবেক্ষণ;

(৩১) সমাজকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এ্যাডভোকেসি;

(৩২) সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণ;

(৩৩) সমাজকল্যাণ সংস্থাসমূহের সমন্বয় সাধন;

(৩৪) এ সংগঠনের উদ্দেশ্য পুরণকল্পে অন্যকোনো কার্যক্রম গ্রহণ; এবং

(৩৫) প্রয়োজনে এলাকার স্বার্থে দেশী-বিদেশী দাতা সংস্থার আর্থিক সহায়তার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ।

(৩৬) কমটিরি সদস্যপদ অনুমোদন, নবায়ন এবং বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ;

(৩৭) কার্যনির্বাহী কমিটি গঠনের নিমিত্ত নির্ধারিত সময়ের তিন মাস পূর্বে নিবন্ধীকরণ কর্তৃপক্ষকে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে অবহিতকরণ ও নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান;

(৩৮) শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন কর্মসূচি পরিচালনায় পরামর্শ প্রদান;

(৩৯) বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন;

(৪০) সরকারি-বেসরকারি সমাজসেবামূলক উদ্যোগের সমন্বয় সাধন;

(৪১) সংগঠনের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন;

(৪২) স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ ও সম্পদ আহরণের উদ্যোগ গ্রহণ এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ;

(৪৩) নিরীক্ষক নিয়োগ;

(৪৪) বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ, এতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, কার্যক্রম ও পরিকল্পনার বিবরণ সন্নিবিষ্ট হবে;

(৪৫) বছরে ন্যূনতম ৪(চার)টি সভা অনুষ্ঠান।