সাম্প্রতিক কর্মকান্ড
২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:
৩১১৫ ব্যক্তিকে বয়স্কভাতা, ৮২৯ জনকে বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং ১২২০ ব্যক্তিকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও ৪৬ প্রতিবন্ধী শিশুকে উপবৃত্তি প্রদান।
৩০০ দরিদ্র ব্যক্তিকে উদ্বুদ্ধকরণ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে ও বিনিয়োগ ও পুনঃবিনিয়োগের মাধ্যমে ৫০ লক্ষ ৩৭ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হবে। যাতে নিম্নআয়ের জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তির আত্মকর্মসংস্থান, নিজস্ব পুঁজি সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং ক্ষমতায়ন হবে।
সমাজের বিশেষ শ্রেণি বিশেষতঃ হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০০ ব্যক্তিকে প্রশিক্ষণ, ৮১ ব্যক্তিকে বিশেষ ভাতা ও ৮৮ শিশুকে শিক্ষা বৃত্তি চালুর মাধ্যমে ব্যক্তির জীবনমান উন্নয়ন করা হবে।
প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের কেন্দ্রীয় তথ্য ভান্ডারে সংরক্ষিত ১৫০০ প্রতিবন্ধী ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিজিটাল পদ্ধতিতে (G2P) সরাসরি ভাতাভোগীদের একাউন্টে ভাতার অর্থ প্রদান করা হবে।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৫০০ জন শিক্ষিত, অর্ধ শিক্ষিত যুবক-যুবতীকে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস