Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলমান প্রশিক্ষণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ:


দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর মাধ্যমে শিক্ষিত, অর্ধ শিক্ষিত, বেকার যুবক ও যুব নারীদের কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, আমীনশীপ (ভূমি জরিপ), ড্রেস মেকিং এন্ড টেইলারিং, প্রফিসিয়েন্সী ইন স্পোকেন ইংলিশ, ব্লক বাটিক ও মোমের শো-পিস তৈরী প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিবছর জানুয়ারী-জুন এবং জুলাই-ডিসেম্বর ২টি সেশনে (০৬ মাস মেয়াদী) শিক্ষার্থী ভর্তি করা হয়। জানুয়ারি-জুন সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয় ০১ ডিসেম্বরের থেকে এবং জুলাই-ডিসেম্বর সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয় ০১ জুন থেকে। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের আওতায় অনুসৃত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ শেষে বোর্ড কর্তৃক ফলাফল মূল্যায়ণ ও সার্টিফিকেট প্রদান করা হয়।


দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় বর্তমানে নিম্নোক্ত ০৪টি ট্রেড চলমান রয়েছে। জানুয়ারি-জুন-২০২৩ সেশন থেকে স্পোকেন ইংলিশ কোর্সে শিক্ষার্থী ভর্তি চলছে-


ক্রমিক

ট্রেডের নাম

কোড

মেয়াদ

০১

কম্পিউটার অফিস এপ্লিকেশন

৭৬

৬ মাস

০২

গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া

৮১

৬ মাস

০৩

আমিনশীপ (ভূমি জরিপ)

৪৮

৬ মাস

০৪

ড্রেস মেকিং এন্ড টেইলারিং

২৯

৬ মাস

০৫

প্রফিসিয়েন্সী ইন স্পোকেন ইংলিশ

৯৭

৬ মাস




ভর্তি হওয়ার নিয়মাবলিঃ (অনলাইন)


১৷ www.dss.nise.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্ম টি সঠিক ভাবে পূরন করতে হবে।


২। আবেদনের পর ভর্তি ফি বাবদ ২৪০০/- টাকা সোনালী ব্যাংক লিমিটেড, চাঁদপুর শাখার হিসাব নম্বর ১০০০০২৭০০ এ জমা দিয়ে জমার রশিদ অফিসকক্ষে জমাদান পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


ভর্তি হওয়ার নিয়মাবলিঃ (অফলাইন)


সরাসরি অফিস কক্ষে এসে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।


ভর্তির জন্য যা প্রয়োজন : 


১। কোর্স ফি : ২৪০০/- (দুই হাজার চারশত টাকা)

২। J.S.C or S.S.C সনদের ফটোকপি।

৩। জন্মনিবন্ধন অথবা ভোটার আইডির ফটোকপি।

৪। সদ্য তোলা রঙিন পার্সপোর্ট সাইজ ছবি (২ কপি)


* ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য 02334485117, 01778297278, 01674-072147 এই নম্বরে যোগাযোগ করুন।


ট্রেডভিত্তিক চলতি (জানুয়ারি-জুন ২০২৩) সেশনে ছাত্র/ ছাত্রীর সংখ্যা :


ক্রমিক

ট্রেডের নাম

প্রশিক্ষণার্থীর সংখ্যা

০১

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন

১২৮ জন

০২

গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া

১০ জন

০৩

আমিনশীপ (ভূমি জরিপ)

১০ জন

০৪

ড্রেস মেকিং এন্ড টেইলারিং

সর্বমোট =

১৪৮ জন



দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ল্যাবের বিবরণঃ


ক্রমিক

যন্ত্রপাতির বিবরণ

সংখ্যা

০১

কম্পিউটার (ডেস্কটপ)

৫৫ টি

০২

ল্যাপটপ

০১ টি

০৩

এসি

০৭ টি

০৪

মাল্টিমিডিয়া প্রজেক্টর

০২ টি

০৫

৪৮ ইঞ্চি এলইডি মনিটর

০১ টি

০৬

সাউন্ড সিস্টেম

০১ টি